23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

না’গঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল মেলার উদ্বোধন

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্বোধনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে নগরীর চাষাড়ার জিয়া হল প্রাঙ্গনে এ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ মঞ্জুরুল হাফিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার)। নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের তত্ত্বাবধানে মেলায় বিশেষ স্টলে পুলিশের ডিজিটাল সেবা সম্পর্কে বাস্তবিক ধারণা প্রদান করা হয়। এ স্টল থেকে অনলাইনে জিডি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন, ভাড়াটিয়া নিবন্ধন ও পুলিশের বিভিন্ন সেবার এ্যাপ সম্পর্কে বাস্তবিক জ্ঞান প্রদান ও সরাসরি আবেদন করা হয়। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x