23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

ফতুল্লার দুর্ধর্ষ সন্ত্রাসী দেড় ডজন মামলার আসামী রাজু প্রধান গ্রেফতার

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সদর উপজেলার ফতুল্লার পশ্চিম দেওভোগ বাশমুলি, কাশিপুর এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও হত্যা সহ প্রায় দেড় ডজনের ও বেশী মামলার আসামি  রাজু প্রধান (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ নভেম্বর) দুপুরে তাকে ফতুল্লার কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু প্রধান বাশমুলির রিয়াজ প্রধানের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, রাজু প্রধানকে দুপুর একটার দিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৭-১৮ টি মামলা রয়েছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানায়, ফতুল্লার দেওভোগ, বাশমুলি কাশিপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী রাজু প্রধান বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছিলো পশ্চিম দেওভোগ মাদ্রাসা শেষ মাত্রা, বাংলাবাজার, বাঁশমুলি, নুর মসজিদ, ভোলাইল এলাকার সাধারণ মানুষ। এ বাহিনীর বিরুদ্ধে চাদাঁবাজি থেকে শুরু করে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যু, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।

ইতিপুর্বে রাজু প্রধানের সহযোগি তার ছোটভাই সাজু প্রধান ও সাল্লুসহ প্রায় ১২/১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রাজু প্রধানের অপর সহযোগি রাশেদকে প্রায় ১৫ দিন পুর্বে কাশিপুরের শান্তিনগর এলাকায় গনপিটুনি দেয় স্থানীয়রা। রাজু প্রধানের প্রধান সেনাপতি রাশু, রাসেল, শামীম ও তার ফুফাতো ভাই সাইমনগংদেরও দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা।

দুর্ধর্ষ সন্ত্রাসী রাজু ও তার বিশাল কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় ছিনতাই, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি, হত্যা মামলাসহ প্রায় দেড় ডজনেরও বেশী  মামলা রয়েছে।

সন্ত্রাসী রাজুর বিরুদ্ধে ফতুল্লা থানায় দায়ের করা যে সকল  মামলা রয়েছে তা হলো, ১/ ১৪ মে ২০১৭ সালের ১৯(১) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, ২/ ৪ ডিসেম্বর ২০১৬ সালের ১৯(১) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, ৩/ ১৬ নভেম্বর ২০১৬ সালের ১৯(১) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, ৪/ ২৭ নভেম্বর ২০১৫ সালে ৪(১) ধারা দরুত বিচার আইনে মামলা, ৫/ ২২মার্চ ২০১৪ সালের ৩০২/৩৪ ধারা আইনে মামলা,

৬/১৭ অক্টোবর ২০০৮ সালের ধারা আইনের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ মামলা, ৭/ বন্দর থানায় ৮ ডিসেম্বর ২০০৬ সালে ১৯ (১) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এছাড়াও নিজর নাম ও পিতার নাম পরিবর্তন করেও প্রায় ৩-৪ টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x