24 C
Nārāyanganj
শনিবার, এপ্রিল ১, ২০২৩

বন্দরে অগ্নিদগ্ধ গৃহবধূ মরিয়মের মৃত্যু, স্বামী আটক

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে পারিবারিক কলহের জের ধরে  মরিয়ম (২২) নামে এক গৃহবধূ নিজ গাঁয়ে কেরসিন তেল ঢেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বরণ করেছে ।

এ ঘটনায় পুলিশ মঙ্গলবার দুপুরে বন্দর থানার রাজবাড়ী  এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মামুন (২৪)কে আটক করেছে। আটককৃত স্বামী মামুন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার শুক্কুর মিয়ার ছেলে।

এর আগে গত সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বন্দর থানার ২২ নং ওয়ার্ডের রাজবাড়ীস্থ জনৈক প্রবাসী আনোয়ার হোসেনের ভাড়াটিয়া ঘরে এ অগ্নিদগ্ধের ঘটনাটি ঘটে।

অগ্নিদগ্ধ ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে ভূক্তভোগী গৃহবধূকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে  দ্রুত ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করলে কর্তব্যরত চিকিসক গৃহবধূকে মৃত ঘোষনা করে।  নিহত গৃহবধূ মরিয়ম বেগম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার মামুন মিয়ার স্ত্রী। এ ঘটনায় শাহাবাগ থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার বাসিন্দা  মামুন মিয়া ও তার স্ত্রী মরিয়ম বেগম দীর্ঘ দিন ধরে বন্দর রাজবাড়ি পুকুরপাড়স্থ জনৈক আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসাবাস করে আসছে। পারিবারিক বিরোধের জের ধরে গত সোমবার রাত সাড়ে ১১টায় গৃহবধূ মরিয়ম বেগমের সাথে স্বামী মামুনের  কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে গৃহবধূ মরিয়ম বেগম পাষান্ড স্বামীর সাথে অভিমান করে রান্না করা স্টোভের মধ্যে রক্ষিত কেরসিন তেল শরীরে ঢেলে আগুন লাগালে মুহুর্তে মধ্যে পুরো শরীর দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয় এলাকাবাসী আহতকে উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করলে ওই রাতেই গৃহবধূ মরিয়ম বেগম মৃত্যু বরণ করে। 

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক জানান, অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূ নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত স্বামী মামনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x