দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আর কয়দিন পর শুরু হবে বিশ্বের সবচেয়ে জাঁকজমক পূর্ণ খেলার আসর বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলার সুযোগ না পেলেও কি হবে। দেশে রয়েছে ফুটবল প্রেমীদের উম্মাদনা। বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশী। আবার রয়েছে পশ্চিম জার্মানির সহ বিভিন্ন দেশের কমবেশী সমর্থক।
বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে সমর্থকরা পাগলামীতে মেতে উঠে।কেউ বিশাল পতাকা বানায়, কেউ সমর্থন কৃত দেশের পতাকার আদলে ভবন রং করে ইত্যাদি।
তেমনি একজন নাসির হোসেন। পেশার ট্রলার চালক হলেও তিনি আর্জেন্টিনার সমর্থক। বক্তাবলী ফেরীঘাটে ট্রলার চালিয়ে জীবন জীবিকা চালান। আর্জেন্টিনার পতাকার আদলে তিনি তার ট্রলারের রং করেছেন।
নাসির বলেন, বাংলাদেশ নাই তাতে কি। আমার আর্জেন্টিনা আছে না। আমি আর্জেন্টিনার সবকটি খেলা দেখবো। আর্জেন্টিনার পতাকার আদলে ট্রলারের রং করায় আমি আনন্দ পাচ্ছি। আর্জেন্টিনার সমর্থকরা উৎসাহ দিচ্ছে। আর্জেন্টিনা কে আমার সাথে রাখতে পেরেছি এটাই আমার আনন্দ।