25 C
Nārāyanganj
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

যানজটে নাকাল ফতুল্লাবাসী!

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: যানজটে চলাচলে অযোগ্য হয়ে পরেছে ফতুল্লা। সকাল থকে শুরু করে রাত পর্যন্ত ফতুল্লার বিভিন্ন স্থানে অসহনীয় যানজট সৃষ্ট হচ্ছে বিভিন্ন সড়কে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে ফতুল্লার সাধারন মানুষ।

তবে যানজটের মাত্রা বৃদ্ধি পেলেও এ সমস্যা নিরসনে তেমন কোন ভূমিকা পালন করছে না সংশ্লিষ্ট কতৃপক্ষকে। তবে ফতুল্লায় যানজট কমিয়ে আনতে হলে ট্রাফিকদের সঠিক দায়িত্ব পালন, ফুটপাতকে হকার মুক্ত করা, সেখানে সেখানে গাড়ি পার্কি বন্ধ করতে হবে। অন্যথায় ফতুল্লায় যানজট কোন ভাবে নিয়ন্ত্রন করা যাবে না বলে মনে করছেন ফতুল্লাবাসী।

সূত্রমতে, ফতুল্লা এখন যানজটের নগরীতে পরিনত হয়েছে। প্রতিদিন সকাল থেকে শুরু হওয়া এই যানজট সারাদিন থাকে। ফতুল্লার যানজট অনেকটা লিংক রোড়, পাগলা সড়কে ছড়িয়ে পরে। এর ফলে ঘন্টার ঘন্টা যানজটের কবলে পরে সময় নষ্ট হয় পথচারীকে। ফতুল্লা থেকে শহরে আসতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা। শহরের চষাঢ়া থেকে ২ নং গেই যেতে সময় লাগে আধ ঘন্টা কিংবা তারও বেশী।

যানজটের এই দুর্ভোগের শিকার হচ্ছে স্কুল, কলেজ গামী শিক্ষাথী ও অফিসগামী মানুষ। ফতুল্লার যানজটের কবলে পরে তারা নিয়মিত শিক্ষা পতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্রে বিলম্বে যেতে হচ্ছে বলে অভিযোগ তাদের। ফতুল্লার যানজট নিয়ন্ত্রনে আনতে হলে অবৈধ রিকশা, ফুটপাত হতার মুক্ত করা, সড়কের পাশে যানবাহন পাকিং বন্ধ করতে হবে বলে মনে করছেন সচেতন মহল। অন্যথায় ফতুল্লায় যানজট কোন ভাবেই রোধ করা সম্ভব হবে না। অপর দিকে যানজটের জন্য ট্রাফিক পুলিশকে দায়ি বলে মনে করছেন ভুক্তভোগীরা। তবে এই সমস্যা নিরসনে ট্রাফিক পুলিশ একটু দায়িত্বলীল হলেই এ সমস্যা থাকে না বলে মনে করছেন সচেতন মহল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x