23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

সোনারগাঁয়ে দেবর কর্তৃক রক্তাক্ত ভাবি

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁয়ের কাচঁপুরে বড় ভাইয়ের স্ত্রীকে মারধরের ঘটনায় ভাই ও তাদের স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বড় ভাই মোঃ ইব্রাহিম। রবিবার ( ৫ নভেম্বর ) এ ঘটনা ঘটে।

কাচঁপুর খাসপাড়া এলাকার বাসিন্দা হাজী মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম অভিযোগে উল্লেখ করেন যে, তার ছোটভাই এরশাদ তার স্ত্রী মোসাঃ মমতা বেগম, মাইন উদ্দিন তার স্ত্রী মোসাঃ মিতু বেগম গং খুবই খারাপ প্রকৃতির লোক। তাহাদের সাথে জমিজামা ও পারিবারিক বিষয় নিয়া পূর্ব হইতে বিরোধ চলিতেছে।

আমি কাজে চলে গেলে আমার ভাই এবং তাদের স্ত্রী’রা আমার স্ত্রী মোসাঃ ইয়াসমিনকে মারপিট করে। পূর্বে ও বেশ কয়েকবার মারপিট করে এবং ভয়ভীতিসহ হুমকি দিয়ে আসছে তারা।

পূর্ব শত্রুতার জের ধরে অদ্য রবিবার ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় থানাধীন কাচপুর খাসপাড়া সাকিনসস্থ আমার রুমের সামনের সিঁড়িতে অবসস্থানকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করিয়া উপরোক্ত বিবাদীরা একত্রিত হয়ে আমার স্ত্রীকে ও আমার ছেলে হাফেজ হাসান এবং হুসাইনদের মারপিট করে।

এ সময় ১ নং বিবাদী তাহার হাতে থাকা বাঁশ দিয়া আঘাত করিয়া আমার স্ত্রীর নাকে গুরুতর রক্তাক্ত জখম করে এবং২ নং বিবাদী আমার স্ত্রীর তলপেটে লাখি মারিয়া গুরুতর জখম করে। এবং ভাই ও তাদের স্ত্রীরা আমার স্ত্রীর পরিহিত জামা কাপড় টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি করে।

এ সময় প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা বলেন যে, তারা আমার স্ত্রীকে শান্তিতে বসবাস করিতে দিবেবনা বলিয়া ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে। এবং তাহারা উভয়পক্ষ মিলিত হয়ে বাবার সম্পত্তির ভাগ ও দিবেনা বলে হুমকি প্রদান কওে আসছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x