দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনী ডা: জোবায়দা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার গ্রেফতারি পরোয়ানাজারির প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাবেশে যোগদান করে সদর থানা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার ( ১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরাফাত চৌধুরী, সদস্য সচিব জাকির হোসেনের নেতৃত্বে নেতা ও কর্মীরা যোগদান করেন।
এর আগে সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কমলাপুর রেলষ্ট্যাশনের সামনে জড়ো হতে শুরু করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলের পল্টন সমাবেশস্থলে যোগদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলো, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরাফাত চৌধুরী, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহবায়ক নাসির হোসেন,রাজু আহমেদ, রাকিব আহমেদ, জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।