দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার চৌধুরীবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জসিম উদ্দিন বাবু (৩৫) ও মোহাম্মদ সুমন (৩৮)।
ওসি মশিউর রহমান জানান, গ্রেফতার আসামিরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে যোগসাজশে ছিনতাই করে আসছিল। তাদের তল্লাশি করে দেশীয় অস্ত্র চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ছিনতাই মামলা করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হবে।