23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

আইজিপির কাছে না’গঞ্জ বিএনপি নেতা সেন্টুর অনুরোধ

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের (আইজিপি) কাছে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার আদেশ বন্ধের জন্য অনুরোধ জানিয়েছেন।পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছেও একই অনুরোধ করেন।

সোমবার (৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে  এই অনুরোধ জানান।

তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে অনুরোধ জানিয়েছেন পাঠকদের সুবিধার্থে তা হুবুহু উল্লেখ করা হলো, মাননীয়, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ঢাকা মহোদয়, গতকাল নারায়নগঞ্জ  পুলিশ প্রশাসনের নির্দেশে ৪ডিসেম্বর ২০২২ রোজ রবিবার রাত আনুমানিক সাড়ে ১১ ঘটিকায় নারায়ণগঞ্জ মডেল থানা ও পুলিশ প্রশাসন অন্যান্য শাখার আনুমানিক ২৫সদস্যরা বিনা গ্রেপ্তারি পরোয়ানায় আমার বাড়িতে তল্লাশি চালায়।

দেশের সংবিধান, রাষ্টের মৌলিক অধিকার মান্য করে আমি ও আমার পরিবার সকল সদস্য নারায়ণগঞ্জ শহরে এক শতাব্দী কাল বসবাস করে আসছে। আপনার অবগতির জন্য বিএনপি রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসীকর্মী হওয়ার অপরাধে পুলিশি অভিযান হয়। আমরা যারা নারায়ণগঞ্জ শহরে বিএনপির রাজনীতি করি নারায়ণগঞ্জ বাসি জানে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার আন্দোলনে ও সংগ্রামে অংশগ্রহণ করছি।

ঠিক একই ভাবে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর অনুরোধ করে উল্লেখ করেন,সম্মানিত জেলা প্রশাসক নারায়ণগঞ্জ আপনার এলাকাধীন নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন থানায় বিএনপি’র নেতাকর্মীদের বিনা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অন্য অন্য ভৌতিক মামলা ও মিথ্যা মামলায় আসামি করে বিজ্ঞ আদালতে হাজির করা হচ্ছে।

দেশের নাগরিক হিসাবে তার মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনার নিকট অনুরোধ অবিলম্বে এই অমানবিক নিষ্ঠুর গ্রেপ্তারেরনির্দেশ বন্ধ করারজন্য আদেশ দেওয়ার জন্য প্রার্থনা রইলো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x