23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

এনাতুল্লাহ আব্বাসীর আগমনের নিষেধাজ্ঞা জানিয়ে ইসলামী ছাত্র সেনা সংগঠনের বিক্ষোভ মিছিল

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে নবীগঞ্জ কদমরসুল পূর্বপাড়া এলাকাবাসীর উদ্যোগে আগামী পহেলা জানুয়ারী ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান মেহমান ও বিদায়ী মুনাজাত হিসেবে এনাতুল্লাহ আব্বাসীর আগমনে প্রবেশের নিষেধাজ্ঞা জানিয়ে বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সভা ও মানব বন্ধন করেছে ইসলামী ছাত্র সেনা সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ২৯ডিসেম্বর বাদ আছর নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় এলাকায় এ বিক্ষোভ সভা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এদিকে ওই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি রাখা হয়েছে নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কায়সার আশা।

উক্ত মানববন্ধনে বন্দর উপজেলা ইসলামী ছাত্রসেনা সাবেক সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পঞ্চায়েত কমিটির সদস্য মুক্তার হোসেন,গনি বেপারী ,শামসুল হক, মিজানুর রহমান সুমন,জাহাঙ্গীর আলম, মনির হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বক্তব্যে বলেন,জামাত-শিবিরের এজেন্ট দেশদ্রোহী এনায়েতুল্লাহ আব্বাসীকে উক্ত মাহফিলে প্রবেশ করতে দেওয়া হবে না। কারণ তিনি বিভিন্ন মাহফিলে সরকার বিরোধী এবং উস্কানীমূলক বক্তব্য দিয়ে থাকেন। ওনি একজন বিতর্কিত লোক। স্বাধীণতা বিরোধে বক্তব্য দিয়ে বিভিন্ন স্থানে নানাভাবে বিতর্কিত হয়েছেন। এমন ব্যাক্তিকে ধর্মীয় ওয়াজ মাহফিলে অনুমতি না দেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কায়সার আশা বলেন,এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল হবে। এনাতুল্লাহ আব্বাসীর আগমনে কেন বাধা প্রদান করেছে আমার জানা নাই। মুলত আমাকে প্রধান অতিথি রাখা হয়েছে। প্রশাসন এখনও অনুমতি দিচ্ছেনা।  আমি বিএনপি করি হয়ত এজন্যই হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x