23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

চলতি মাসেই নারায়ণগঞ্জ ছাত্র ফেডারেশনের ৭ম জেলা সম্মেলন

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: শিক্ষা ব্যয় কমিয়ে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ হবার আহবান নিয়ে আগামী ২২-২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের ৭ম সম্মেলন নির্ধারণ করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে এরই ধারাবাহিকতায় জেলা কার্যালয়ে এক কর্মীসভার মধ্য দিয়ে ৫টি উপকমিটির সমন্বয়ে ৮১ সদস্যবিশিষ্ট ৭ম জেলা সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়।

ওই কমিটিতে করা হয়েছে ইলিয়াস জামান ও সদস্য সচিব করা হয়েছে ফারহানা মুনা। এছাড়া কমিটিতে আরও আছে যুগ্ম আহবায়ক তাকবির হোসেন। সাংগঠনিক উপকমিটি আহবায়ক করা হয়েছে সাঈদুর রহমান, যুগ্ম আহবায়ক সৌরভ সেন, সদস্য সচিব সায়হাম আযমি।

অর্থ উপকমিটি আহবায়ক মোমেন হাসান প্রান্ত, যুগ্ম আহবায়ক সৃজয় সাহা, সদস্য সচিব অপূর্ব রায়, প্রচার উপকমিটি আহবায়ক রাকিবুল ইসলাম হিমেল, সদস্য সচিব সিনহা আক্তার বর্ষা, ব্যবস্থাপনা উপকমিটির আহবায়ক ইউশা ইসলাম, যুগ্ম আহবায়ক ওয়াজিদ শিশির অভি, সদস্য সচিব সাকিব হাসান সানি, দলিল দস্তাবেজ উপকমিটির আহবায়ক তাইরান আবাবিল রোজা, সদস্য সচিব মৌমিতা আক্তার।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ইলিয়াস জামান জানান, ছাত্র ফেডারেশন বাংলাদেশকে মননে-মগজে-চিন্তায় ধারণ করে। বাংলাদেশের যেকোনো দুর্দিনে-সঙ্কটে বুক চিতিয়ে দাঁড়ায়। যারা বাংলাদেশকে লুট করে, শিক্ষার অধিকার কেড়ে নেয়, শিশুদের পথশিশুতে রুপান্তর করে তাদের বিরুদ্ধে অকুতোভয় কন্ঠে আওয়াজ তোলে-দাসত্বের শিক্ষা নয়, মানুষ হবার শিক্ষা চাই।

লুটপাট উচ্ছেদ করে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাত্র ফেডারেশন তথা ছাত্র সমাজের ঐতিহাসিক কর্তব্য। ত্রাসের-ভয়ের নারায়ণগঞ্জকে বদল করে নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে, মেধা হত্যার নারায়ণগঞ্জের বদল করে শিক্ষাবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলতে ছাতে ফেডারেশন বদ্ধ পরিকর। নারায়ণগঞ্জের ছাত্র সমাজকে এই ঐতিহাসিক কর্তব্য পালনের আহবান জানাই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x