23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

না’গঞ্জে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার ২৪ ডিসেম্বর দুপুরে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে গণমাধ্যম কর্মীদের নিয়ে দৈনিক উত্তেফাকের ৭০ তম বর্ষপূতি অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ) হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তরা বলেন, এদেশের স্বাধীনতায় ইত্তেফাক একটি বিশাল ভূমিকা রেখেছিল। ৭০ বছর ধরে এই পত্রিকাটি বাংলাদেশে সততা ও নিষ্ঠার মান ধরে রেখেছেন। এসময় উপস্থিত অতিথিরা দৈনিক ইত্তেফাকের সকল পর্যায়ের স্টাফ, সাংবাদিক ও কলাকৌশলীদের শুভেচ্ছা জানান। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান।

দৈনিক ডান্ডিবার্তার বার্তা সম্পাদক নাসির উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন, ইত্তেফাকের জেলা ফটো সাংবাদিক তাপস সাহা, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,

দৈনিক অবজারভারের ফটো সাংবাদিক পাপ্পু ভট্টাচার্জ, দৈনিক ডান্ডিবার্তার সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর ডালিম, ফতুল্লা প্রেসক্লাবের সদস্য মোঃ সেলিম রেজা, সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজিব ও বন্দর প্রেসক্লাবের সদস্য মেহেবুব মিয়াসহ বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মীবৃন্দ। আলোচনা শেষে কেক কাটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x