23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

নারায়ণগঞ্জে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: যথাযোগ্য মর্যাদায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এবারে বিশ্ব মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল মাটি’ খাদ্যের সুচনা যেখানে।

সোমবার (৫ ডিসেম্বর)  সকাল ১০ টায় রেলীর মাধ্যমে কর্মসূচি শুরু হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি।

মূল প্রবন্ধ পাঠ করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ হুমায়ুন কবির সিরাজী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড, মোঃ আব্দুল মাজেদ উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর নারায়নগঞ্জ, সদর উপজেলা কৃষি অফিসার মাহমুদা হাসনাত প্রমুখ।

বক্তারা বলেন,কৃষি উৎপাদন বাড়াতে হলে মাটি দূষনরোধ করতে হবে। ভেজাল সার ব্যবহার করা যাবেনা। আমরা যদি সচেতন না হই খাদ্য সংকট দেখা দিবে। এজন্য মৃত্তিকা সম্পদকে রক্ষা করতে হবে।কিছু ব্যাকটেরিয়া মাটিতে মিশে মাটির ব্যপক ক্ষতি করে। কিছু ছত্রাক খেয়ে থাকি যেমন মাশরুম।

পাহাড়ী এলাকায় আদা,কাঁচা হলুদ,গুল্ম চাষ করতে হবে। জৈব পর্দাথের কারনে মাটির রং কালো হয়ে যাবে। মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে হবে। নারায়ণগঞ্জে মৃত্তিকার করুন অবস্থা কেননা এখানে শিল্প প্রতিষ্ঠানের বজ্য নদীতে ও মাটিতে মিশে মাটির উর্বরতা বৃদ্ধির পরিবর্তে হ্রাস পাচ্ছে। নারায়নগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এখানকার মাটি নিয়ে গবেষণা করার আহবান জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x