23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

বন্দরে অবাধে রোগাক্রান্ত গবাদি পশু জবাই

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দর উপজেলার অধিকাংশ হাট বাজারে রোগাক্রান্ত গবাদি পশুর মাংস অবাধে বিক্রি করা হচ্ছে অভিযোগ তুলেছে  সচেতন মহল। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দর বাজার, নবীগঞ্জ বাজার, সোমবাড়ীয়া বাজার, মদনপুর বাজার, লক্ষনখোলা বাজার,

ধামগড় বাজার, কুড়িপাড়া বাজার, বন্দর রেল লাইন বাজার, লাঙ্গলবন্ধ বাজার, সোনাকান্দা বাজার, মদনগঞ্জ বাজার, ফরাজিকান্দা বাজার, কলাগাছিয়া বাজারসহ এর আশে পাশের বিভিন্ন হাট বাজারের মাংস ব্যবসায়ীরা সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পরিক্ষা নিরিক্ষা ছাড়াই গবাদি পশু জবাই করে জনসাধারনের কাছে অবাধে বিক্রি করে চলছে। এ সব মাংস খেয়ে সাধারন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

এ কারনে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়াও উল্লেখিত বাজার গুলোতে অপ্রাপ্ত, বয়স্ক ও রোগাক্রান্ত গরু ছাগল অবাধে জবাই করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। শুধু তাই নয় সরকারি ভাবে সাপ্তাহে এক দিন মাংস বিহীন দিবস থাকলেও এ আইন মানছে না কিছু অসাধু কসাই।

যার কারনে সাপ্তাহে প্রতিদিনই বন্দরের বিভিন্ন বাজারের কসাইরা যেখানে সেখানে  গবাদী পশু জবাই করে থাকে। যেখানে সেখানে গবাদি পশু জবাই করার কারনে বন্দরের উল্ল্যেখিত এলাকার পরিবেশ মারাতœক ভাবে নষ্ট হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া উচিত বলে মনে করছেন বন্দরের সচেতন মহল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x