23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

বন্দরে ডিবি’র অভিযানে চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-৪

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে বিশেষ অভিযান চালিয়ে চোরাকারবারি দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযানের সময় গ্রেপ্তারকৃত চোরাকারবারিদের টিনের টং দোকান থেকে চোরাইকৃত ২’শ লিটার ডিজেল ও চোরাই তেল নামানো কাজের ব্যবহারকৃত ৩টি প্লাস্টিকের পাইপ এবং তেল মাপার বিভিন্ন চুঙ্গা উদ্ধার করতে সক্ষম হয়।

গত শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থানাধীন ঢাকা –চিটাগাং মহাসড়কের উত্তর পাশের্^ দেওয়ানবাগ দরবার শরিফের সামনে টিনের টং দোকানের ভিতর থেকে ওই চোরাইকৃত ডিজেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত চোরাকারবারিরা হলো বন্দর থানার মুরাদপুর এলাকার জনৈক শামীমের টিন সেট বাড়ি ভাড়াটিয়া আব্দুর রশিদ মিয়ার ছেলে রেজাউল করিম (৩৮) একই এলাকার অপর ভাড়াটিয়া মৃত হারুন মিয়ার ছেলে শিপন তৈয়ব (২১) একই এলাকার ভাড়াটিয়া মাহমুদুল হক মিয়ার ছেলে আক্তার হোসেন (২০) ও একই এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে শাকিল (১৬)।

চোরাইকৃত ডিজেল উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উপ-পরিদর্শক আরিফ শেখ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ চোরাকারবারি ও পলাতক আসামী আনসারুল হকসহ অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৩(১২)২২ ধারা- ৪১৩/১০৯ পেনাল কোড-১৮৬০।

থানা সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আরিফ শেখসহ সঙ্গীয় র্ফোস বন্দরে দেওয়ানবাগ এলাকায় একটি টং দোকানে বিশেষ অভিযান চালিয়ে একটি টিনের ব্যারেল ভর্তি ২’শ লিটার  চোরাইকৃত ডিজল ও চোরাই তেল নামানো কাজের ব্যবহারকৃত ৩টি প্লাস্টিকের পাইপ এবং তেল মাপার বিভিন্ন চুঙ্গাসহ উল্লেখিত ৪ চোরাকারবারিদের গ্রেপ্তার করে।

ওই সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আনসারুল হক নামে এক চোরাইকারি সদস্য। পরে গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x