25 C
Nārāyanganj
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

বন্দরে ড্রেনের ভিতর দিয়ে ড্রেজার পাইপ স্থাপন

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ড্রেনের ভিতর দিয়ে অবৈধ ড্রেজার পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ বিএনপির নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে। ড্রেনের ভিতর অবৈধ ড্রেজার পাইপ স্থাপনে এলাকাবাসী পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগের শিকার হচ্ছে। ৩ থেকে ৪ বছর আগে ড্রেন নির্মাণের সময় কন্টাকটার কামালকে ম্যানেজ করে ড্রেনের বিতর অবৈধ ড্রেজার পাইপ বসান বলে জানান মোহাম্মদ আলী।

এছারাও বন্দর প্রায় প্রতিটি ওয়ার্ডের রাস্তার উপর দিয়ে অবৈধ ড্রেজার পাইপ বসিয়ে জনদুর্ভোগ বাড়িয়ে দিয়েছেন বালু ব্যবসায়ীরা। ৭ ডিসেম্বর (বুধবার) সকালে নবীগঞ্জ কবরস্থান সংলগ্ন সরজমিনে গিয়ে দেখা যায়, নাসিকের নির্র্মাণধীন ড্রেনের ভিতর দিয়ে প্রায় ৮ ইঞ্চি অবৈধ ড্রেজার পাইপ টানা হয়েছে। এতে পানি চলাচল বন্ধ হয়ে দূর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী।

এসময় একাধিক ব্যক্তি জানান, এ ড্রেন নির্মাণের পর থেকেই দেখতেছি এই ড্রেজার পাইপ। সিটি কর্পোরেশনের ড্রেনের বিতর ড্রেজার পাইপ থাকে কি করে?। এই ড্রেজার পাইপ থাকায় আমাদের পানি নিষ্কাশনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং একটু বৃষ্টি হলেই আমরা জলাবদ্ধতায় ভূগি। আমরা মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভির দৃষ্টি আকর্ষণ কমনা করি, এই ড্রেনের বিতর থেকে এই অবৈধ ড্রেজার পাইপ উচ্ছেদ করা হয়।

এব্যপারে বিএনপির নেতা মোহাম্মদ আলী বলেন, আমি ড্রেজার পাইপ বসিয়েছি কন্টাকটার কামালের পারমিশন নিয়ে। এই রাস্তা ও ড্রেন আমার নিজের সম্পত্তির উপর, ৩ থেকে ৪ বছর হয়েগেলো কোন সমস্যা হচ্ছেনা এখন আবার কি হবে?। আপনেরা আইসেন চা পানি খেয়ে জাইয়েন।

এব্যপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল কাউসার আশা বলেন, ড্রেনের বিতরে ড্রেজার পাইপ স্থাপনের খবর আমার কাছেও আসছে আমি ড্রেজার স্থাপন কারি মোহাম্মদ আলীকে ডেকে জিঞ্জাসা করবো এবং মেয়র মহোদয়ের সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহন করবো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x