দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুর ভাগিনা ও মহানগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেনের মা সহ তার পরিবারের খোঁজখবর নেই মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান।
রোববার(২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাগর প্রধানের নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীরা নাশকতার মামলায় আটক আরমানের বাসায় গিয়ে পরিবারের খোজ খবর নেন।
এসময় সাগর প্রধান আরমানের মাকে উদ্দেশ্য করে বলেন, আপনি একটি রাজনৈতিক পরিবারের মেয়ে হওয়ার কারণে অনেক সাহসী একজন মা। এই বয়সেও আপনার সামনে থেকে ছেলেকে পুলিশ মিথ্যা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরও পরিবারের সবাইকে সাহস দিচ্ছেন।
আপনার ছেলে কোন অপরাধ করেনি দেশের গণতন্ত্র উদ্ধার আন্দোলনে রাজপথে লড়াই করছে। আমি মহানগর যুবদলের পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাই। আশা করি অল্প সময়ের মধ্যেই আপনার সন্তান জালেমের কারাগার থেকে মুক্ত হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ।
এ সময় আমার সাথে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক নেতা মনজুর আলম মুসা, মাহবুব হোসেন, দুলাল হোসেন, মোঃ সুমন প্রধান, হারুনুর রশিদ, শামীম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ শাকিল আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।