25 C
Nārāyanganj
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে অপহরন মুক্তিপনে মুক্তি!

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সয়দেব নামের এক মাছ ব্যবসায়ীকে অপহরন করে মারধর করে মুক্তিপন আদায় করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী অজ্ঞাত অপহরনকারীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ী সয়দেব উল্লেখ করেন, তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। গত ২৭ তারিখ সন্ধা ৫টার দিকে মোগরাপাড়া চৌরাস্তার ফলপট্টি দিয়ে যাওয়ার সময় কয়েকজন ২৫/৩০ বছর বয়সের ছেলে তাকে জোড়পূর্বক একটি হাইস গাড়ীতে তুলে তারাবো বিশ্বরোড় এলাকায় একটি নির্জন এলাকায় তাকে মারধর করে তার কাছে থাকা ৫ হাজার ৫শত টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় অপহরনকারীরা তার বাড়িতে ফোন দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে বিকাশে আরো ২০ হাজার ৪শত টাকা আনেন। এরপর তাকে মারধর করে তাকে ছেড়ে দেয়। এ ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে সেখানে চিকিৎসা গ্রহন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফল ব্যবসায়ী জানান, প্রায়ই মোগরাপাড়া চৌরাস্তার কয়েকজন সন্ত্রাসী ভোরে ও সন্ধ্যায় এখানে মহড়া দেন। সকালে যখন কোন মানুষ গাড়ি থেকে এখানে নামে সেসব যাত্রীদের এবং সন্ধ্যার সময় লোকজনের সামনেই সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি গাড়িতে তুলে নিয়ে গিয়ে মুক্তিপন আদায় করে ছেড়ে দেয়ার ঘটনা ঘটে। আমরা এখানে ব্যবসা করি প্রাণের ভয়ে দেখেও না দেখান ভার করে বসে থাকি।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ রকম অপহরনকারীদের ধরতে পুলিশ বিভিন্ন ভাগে ভাগ হয়ে কাজ করছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x