23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

সোনারগাঁয়ে মিচুয়াল ট্রাস্ট ব্যাংক মেঘনা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরন

এফএনএ রিপোর্ট : সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে মিচুয়াল ট্রাস্ট ব্যাংক মেঘনা শাখার উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিরোজপুর ৯নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে ৩৫০টি কম্বল বিতরন করা হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মিচ্যুয়ার ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, আলী আকবর মেম্বার, ফিরোজ জামান মোল্লা ইউপি সদস্য সেলিম রেজা এবং পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির সদস্য বৃন্দ।

কম্বল বিতরনকালে ইঞ্জিনিয়ার মাসুম বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।

সেই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।

একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x