23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

সোনারগাঁ সরকারি কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর শনিবার সকালে সোনারগাঁ সরকারি কলেজের অনার্স ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন সোনারগাঁ সংঘ। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) সিদ্দিক জুবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান উল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল হাসপাতালের নিওরোলজী বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম ও সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফউজ্জামান অপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার যথেষ্ঠ কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষার মান উন্নয়নের কারনে সোনারগাঁয়ের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ভাল ফলাফল অর্জিত হচ্ছে।

আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ সরকারি কলেজের সহকারী অধ্যাপক দীল আফরোজ, মোঃ সুলতান আহম্মেদ, মোঃ লুৎফর রহমান, মনজ কুমার ওজা, নিলুফার ইয়াসমিন, সোহেলী আসমা, শেখ মোহাম্মদ আলী আক্কাছ, আল মামুন সিকদার, হোসনেয়ারা পান্না, জান্নাতুল ফেরদৌসী, মোগরাপাড়া এইচজিজিএস সরকারি স্মৃতি বিদ্যায়তনের শিক্ষক জহিরুল ইসলাম, রোজদুল হক, আবু জিহাদি, শ্যামা চন্দ্র দাস, মোঃ নুর হোসেন প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x