দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী ও বিএনপি ফারুক আহমেদ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. আমিনুল ইসলামের যৌথ বেঞ্চ ছয় সপ্তাহের এই আগাম জামিন আবেদন মঞ্জুর করেন।
তাদের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের আইনজীবী ও বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও তার কন্যা ব্যারিস্টারি মার-ই-য়াম খন্দকার। এসময় অ্যাডভোকেট আলী হোসাইন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানী বলেন, আমাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল সেটা গায়েবী ও মিথ্যা মামলা। উচ্চ আদালত আমাদের জামিন মঞ্জুর করেছেন। সভা সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ সরকার যেভাবে সভা সমাবেশ করছে তেমনিভাবে আমাদের সভা সমাবেশ করার অধিকার রয়েছে। প্রশাসনের প্রতি আমাদের আহবান এভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি না করার জন্য।
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী ও বিএনপি ফারুক আহমেদ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. আমিনুল ইসলামের যৌথ বেঞ্চ ছয় সপ্তাহের এই আগাম জামিন আবেদন মঞ্জুর করেন।
তাদের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের আইনজীবী ও বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও তার কন্যা ব্যারিস্টারি মার-ই-য়াম খন্দকার। এসময় অ্যাডভোকেট আলী হোসাইন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানী বলেন, আমাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল সেটা গায়েবী ও মিথ্যা মামলা। উচ্চ আদালত আমাদের জামিন মঞ্জুর করেছেন। সভা সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ সরকার যেভাবে সভা সমাবেশ করছে তেমনিভাবে আমাদের সভা সমাবেশ করার অধিকার রয়েছে। প্রশাসনের প্রতি আমাদের আহবান এভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি না করার জন্য।