দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভির সকল জেলা প্রতিনিধিদের মধ্যে এবারো শ্রেষ্ঠ প্রতিবেদক হয়েছেন সাংবাদিক সৈয়দ সিফাত আল রহমান লিংকন। আনন্দ উৎসব-২০২২ এর প্রতিনিধি সম্মেলন উপলক্ষে
বুধবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজার জেলা সাংস্কৃতিক কেন্দ্রের অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। এতে ‘প্রশাসন’ সংবাদে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে মনোনিত হওয়ায় সাংবাদিক লিংকনকে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস।
জানা গেছে, প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চুলচেরা বিশ্লেষনের পর বাংলাদেশের সকল জেলা প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত করা হয়। ওইদিন ৫টি ক্যাটাগরিতে প্রশাসনিক সংবাদে শ্রেষ্ঠ প্রতিবেদকে ভূষিত হন তিনি। সৈয়দ সিফাত আল রহমান লিংকন আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানের শুরু থেকে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করছেন। তার বাবাও একজন প্রবীণ সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান। এরআগে ২০২০ সালে লিংকন ‘অনুসন্ধান’ ক্যাটাগরীতে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে মনোনিত হয়েছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আনন্দ টেলিভিশন এর এজিএম (এডমিন) সাইফুল ইসলাম, প্রতিষ্ঠানটির একাউন্টিং ম্যানেজার, ব্রডকাস্টিং কর্মকর্তা, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোস্তফা কামাল তোহা, ব্যবস্থাপনা পরিচালকের ব্যাক্তিগত সচিব জাহিদ হাসানসহ সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধি ও সম্মানিত অতিথিগণ।
এদিকে, আনন্দ উৎসব-২০২২ উপলক্ষে ২০-২৪ ডিসেম্বর ৫দিন ব্যাপী নানা আয়োজন চলমান রয়েছে। তবে বর্তমানে সাংবাদিক লিংকনের বাবা হাসপাতালে শয্যাশায়ী রয়েছেন। শুধুমাত্র কর্তৃপক্ষের অনুরোধে এবং প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতায় মূল অনুষ্ঠান পর্বে অংশ নিয়ে ওই রাতেই নিজ জেলায় ফিরে এসেছে। তিনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। এছাড়াও এ সম্মাননা অর্জণের জন্য স্রষ্টার প্রতি শুকরিয়া করে সাংবাদিক সহযোদ্ধা, জেলা প্রশাসনের সকল সদস্য, রাজনীতিবীদ, জনপ্রতিনিগণ ও শুভাকাঙ্খীসহ নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক লিংকন।
উল্লেখ্য, সৈয়দ সিফাত আল রহমান লিংকন নারায়ণগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক সংবাদচর্চা পত্রিকার বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। তাছাড়া মাঠ পর্যায়ের সাংবাদিকদের প্রাণের সংগঠনের প্রত্যায়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।