দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের পুরান সৈয়দপুর হতে ৮০ পিস ইয়াবা সহ শিশির সরদার বাবুকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে তথ্য জানতে সদর মডেল থানা পুলিশ তথ্য প্রদান করতে গড়িমসি। পরে এএসপি সার্কেল নাজমুল হাসানকে মুঠোফোনে কল করলে তিনি বলেন, ওসি তো সব জানে আমার কাছে কেন পাঠায় তিনি তো বলতে পারতেন।
এরপর তিনি গণমাধ্যম কর্মীদের জানান, চরসৈয়দপুর এলাকাবাসী বাবুকে আটক করে পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৮০ পিস ইয়াবা সহ বাবুকে আটক করে। জিজ্ঞাসাবাদে বাবু জানিয়েছে এলাকার ভাই ব্রাদার নিয়ে খাবারের জন্য ইয়াবা নিয়ে আসছি। খাবারের জন্য এতগুলো ইয়াবা আনা হয়নি। আমরা তদন্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহন করবো।
জানা যায়, চরসৈয়দপুর এলাকার জুলহাস সরদার মেম্বারের পুত্র শিশির সরদার বাবু দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। বুধবার রাতে চরসৈয়দপুর এলাকাবাসী বাবুকে ইয়াবা সহ আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে বাবুকে আটক করে থানায় নিয়ে আসে। বাবুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা।
মাদক বিক্রেতা বাবুর বড় ভাই আওলাদ হোসেন তাওলাদ গোগনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার। তাওলাদ দৌলত মেম্বার হত্যা মামলার আসামী হয়ে পলাতক রয়েছে।