দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ১০ ডিসেম্বর গ্রেফতারকৃত সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা রতনের পরিবারের খোজ খবর নিতে তার বাড়িতে গিয়েছেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় সাগর প্রধানের নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীরা রতনের বাড়িতে যান।
এসময়ে রতনের পরিবারের খোজ খবর নেওয়ার পাশাপাশি গেফতারকৃত নেতার জামিনের জন্য আইনী লড়াইয়ের যাবতীয় দায়িত্ব থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন সাগর প্রধান।
এ সময়ে আরও উপস্থিত ছিলো, মহানগর যুবদল সাবেক যুগ্ম সম্পাদক মনজুর আলম মুসা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতা দুলাল হোসেন, মোঃ পরশ মাহমুদ, জাকির হোসেন, মোঃ রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।