দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থেকে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে মোগরাপাড়া চৌরাস্তা বাস ষ্ট্যান্ড এলাকার সড়কের দুই পাশ থেকে এগুলো উচ্ছেদ করা হয়।
এসময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইব্রাহীমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পলিচালনা করা হয়।
নতুন করে ৪ লেনের মহাসড়ক নির্মাণ কাজ শুরু করাসহ যানবাহন চলাচল নির্বিঘ্ন করা ও যানজট নিরসনে ৫২ কিলোমিটার অংশে অবৈধভাবে গড়ে তোলা সব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
উচ্ছেদ অভিযান পলিচালনা কালে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এ কে এম মনির হোসেন নারায়ণগঞ্জ সড়ক বিভাগ ভিটিকান্দির কর্মকর্তা ও সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ ইমরান হোসেনসহ পুলিশ সদস্যরা সহায়তা করেন।