দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ১৬ ডিসেম্বর এই দিনটিতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের বুকে প্রকাশিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানী শাসক ঘোষ্টি থেকে বাঙ্গালী জাতিকে রক্ষা করার উদ্দেশ্যে ৭ই মার্চের ভাষণ ছিলো বাংলার দামাল ছেলেদের জন্য বড় একটি পাওয়া।
এর কিছু দিন পরই পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বাঙ্গালী জাপিয়ে পরেছিলো স্বাধীনতার স্বাদ নিতে। আজ বিজয়ে ৫১ বছর পরও সারা বাঙ্গালী জাতি তোমাদের শ্রদ্ধার সাথে স্বরণ করছে।
আমি মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে বিজয়ের উল্লাসে মেতে উঠুক বাংলাদেশ এই কামনা করি। সবাইকে বিজয়ের শুভেচ্ছা।