দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতা ছিনিয়ে আনতে যারা প্রাণ দিয়েছেন, সেই সব বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরের ন্যায় এবারও মহান বিজয় দিবসে প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
শুক্রবার(১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত বিজয়স্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এসময় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা রফিউর রাব্বি,রথীন চক্রবর্তী, এড.এবি সিদ্দিক, ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ,ন্যাপের সভাপতি এড.আওলাদ হোসেন।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মনিকা আক্তার, যুগ্ম সম্পাদক নয়ন আহমেদ, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, বইমেলা সম্পাদক ইয়াছিন ইসলাম সাকিব, সদস্য ডা.খারুজ্জামান, মাইনুল ইসলাম মাসুম, মোঃইমরান নাজির, মাহমুদা আক্তার ইভা, লুৎফর জাহান লিজা , মুক্তা প্রমূখ।