দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধানের নেতৃত্বে বিজয় স্তম্ভে শহীদের ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন যুবদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১০ টায় চাষাড়া শহীদ মিনারে বিজয় স্তম্ভে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এর আগে মহানগর যুবদলের নেতা ও কর্মীরা র্যালী নিয়ে নগরীর মেট্রো হলের সামনে জড়ো হতে শুরু করে। পরে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধানের নেতৃত্বে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হোসিয়ারী সমিতির সামনে এসে জড়ো হয়। পরে চাষাড়া বিজয় স্তম্ভে গিয়ে শহীদের ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন সাবেক মহানগর যুবদল নেতা মনজুর আলম মুসা, মোঃ তরিকুল ইসলাম, ডাক্তার মোঃ সালাউদ্দিন, মোঃ সম্রাট হাসান সুজন, মোঃ জাকির হোসেন, মোঃ ওয়াসিম, মোঃ হুমায়ুন কবির রাজু, মোহাম্মদ সানাউল্লাহ, মোঃ রেদওয়ান, মোঃ মাসুদ, মোঃ সাফিন, মোঃ রিমেল, মোঃ রুবেল প্রমুখ।