দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহ্মাদ পলাশ বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নেতৃত্বে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
আমি স্মরণ করছি জাতীয় চার নেতাকে। যারা জাতির পিতার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনের প্রতি। সালাম জানাই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের যারা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধ করেছিলেন।
তিনি বলেন, বাংলাদেশে যেভাবে বিগত দিনে উন্নয়ন হয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে। বিশে^র দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার ২৫ ডিসেম্বর দুপুর ৩টায় ফতুল্লার পাগলায় জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা থানা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে এ বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হুমায়ুুন কবির, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম,
কুতুবপুর ইউনিয়ন বৃহত্তর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাহাত, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, ফতুল্লা থানা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, দাপা ট্রাকচালক ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক টিক্কা, সাধারণ সম্পাদক জাকির প্রধান ও টলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার সহ সকল নেতৃবৃন্দ।