দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধের ২১তম শ্যুটিং প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহম্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে মুক্তিযোদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে ২১তম শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর পর দুপুরে ২১তম শ্যুটিং প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন হাজী নুরউদ্দিন, দ্বিতীয় স্থান আইয়ূব আলী, তৃতীয় স্থান তারেক বাবু, মহিলা বিভাগ প্রথম স্থান হন ফরিদা আক্তার, দ্বিতীয় স্থান কমলা রানী,তৃতীয় শিখা চক্রবর্তী বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, চন্দন শীল।
প্রধান অতিথি বলেন, আজকে আমরা সকলে বাংলা ভাষায় কথা বলতে পারছি, লাল সবুজের পতাকা পেয়েছি আপনাদের কারনে। আপনারা মুক্তিযোদ্ধে গিয়েছিলেন বলেই তা সম্ভব হয়েছে। আর আপনাদের আনুপ্রেরনা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পেয়েছিলাম স্বাধীনতা। তারই ধারাবাহিকতায় তার যোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছ। কিন্তু দেশে রাজাকারের পেত আত্তারা মাথা চারা দিয়ে উঠেছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা সজাগ থাকবেন আরো একটি যোদ্ধো করতে হবে আপশক্তির বিরুদ্ধে।