দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সিদ্ধিরগঞ্জে এক যুবককে আটক করেছে র্যাব-৩। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। আটককৃত যুবকের নাম সালাউদ্দিন (২৬)।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আসামি সালাউদ্দিন দীর্ঘদিন ধরে ট্রাকযোগে গাঁজা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তাকে আটকের সময় গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।