23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড বিএনপির মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নাসিক ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বাদ যোহর দেওভোগ বড় মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম মিঠুর সার্বিক তত্ত্ববধায়নে মিলাদ ও দোয়া পরিচালনা করেন। দেওভোগ বড় মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারী।

এ মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নুরুউদ্দিন আহম্মেদ, ফখরুল ইসলাম মজনু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা তোফাজ্জল মৃধা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, সাবেক যুব বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, মহানগর বিএনপি নেতা সাফী আহম্মেদ, মনির মল্লিক, ওমর ফারুক, বারী মামুন, আজিজুল, সবুজ, রাশেল আহম্মেদ মনির, মিশর, বরকতদ উল্লাহ জনি, কামাল হোসেন, শহীদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x