25 C
Nārāyanganj
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

বন্দরে ক্রিকেট টুর্নামেন্টের নামে অবৈধ জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন

বন্দর প্রতিনিধি:

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো: হাবিবুর রহমানের বিরুদ্ধে ক্রিকেট টুর্নামেন্টের নামে অবৈধ জুয়া চালানোর অভিযোগ। এ অবৈধ জুয়া বন্ধের দাবিতে এলাকাবাসির উদ্যোগে মানববন্ধর।

২৯ জানুয়ারী (রবিবার) বিকালে আমোর বটতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে কামতাল তদন্ত কেন্দ্র থেকে পুলিশ এসে মানববন্ধন বন্ধকরে দেয় এবং ব্যানার ছিনিয়ে নিয়ে যায় বলে জানান এলাকাবাসি। পুলিশের এ ধরনের আচরণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসির প্রশ্ন পুলিশ কেন অবৈধ জুয়ার পক্ষ নিয়ে আমাদের শান্তি প্রিয় মানববন্ধন বন্ধ করলেন?।

এসময় এলাকার একাধিক ব্যাক্তি বলেন, ৫নং ওয়ার্ডের মেম্বার মো: হাবিবুর রহমানসহ তার লোকজন এলাকায় ক্রিকেট টুর্নামেন্টের নামে অবৈধ জুয়া চালাচ্ছে আমরা এলাকাবাসি তাকে নিষেধ করলে তারা কোন কথা শুনছে না উলটা বিভিন্ন হুমকি দিয়ে বেড়াচ্ছে তাই আমরা এলাকাবাসির উদ্যোগ নিয়ে অবৈধ জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন করি এসময় কামতাল তদন্ত কেন্দ্র থেকে পুলিশ এসে আমাদের মানববন্ধন বন্ধ করে দেয় এবং আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x