23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

মেয়ের জন্মদিনে বাবার আক্ষেপ

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনে সব সময়ই ব্যস্ত থাকার কারনে পরিবার পরিজনকে সময় দিতে না পারা বিএনপি নেতাদের জন্য নতুন কিছু নয়। তবুও কিছু কিছু বিশেষ সময় আছে যেখানে পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে হয়।কিন্তু দেশ ও জনগনের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে ব্যস্ত থাকার কারনে সেটাও অনেক সময় সম্ভব হয়ে উঠে না।

মেয়ের জন্মদিনেও যখন বাবা ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার জন্য রাজপথে বসে অপেক্ষার প্রহর গুনে এই বুঝি আমরা সফলতার কাছাকাছি। শত ব্যস্ততার মাঝেও পরিবারের বিশেষ কিছু মুর্হুতে যখন বাবা ইচ্ছে থাকা সত্ত্বেও সময় দিতে অপারগ। তখন সেই বাবার বুকে কতটা কষ্টের দাগ টানে। সেটা একজন বাবা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না।

বুধবার (১১ জানুয়ারী) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু কষ্টের সেই দাগ টানা মনের কথা গুলো তুলে ধরেছেন। বড় মেয়ে মারুফা মমতাজ মৌমিতার ১৮ তম জন্মদিন উপলক্ষ্যে। পাঠকদের জন্য হুবুহু প্রকাশ করা হলো,

‘মা তুমি জন্মেছিলে যেদিন

পূর্ণতা পেয়েছিল আমার ভুবন

তুমি আমার বেঁচে থাকার অবলম্বন

তুমিই আমার প্রেরণার সম্বল। ‘

কিন্তু শুধু রাজনীতি করার কারণেই বিগত বছরগুলোতে থাকতে পারিনি এই শুভক্ষণে তোমার পাশে। কালও হয়তো পুরো সময়টা দিতে পারবো না।

বাবা হয়ে এই ব্যর্থতা খুবই যন্ত্রনার।

বড় হয়ে মানুষের মত মানুষ হও, পাশে দাঁড়াও অসহায় -দুঃখী মানুষের।

তোমার এই শুভ জন্মদিনে মহান রাব্বুল আলামীনের কাছে এই কামনাই করছি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x