23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

সিদ্ধিরগঞ্জে বাসের চাকা খুলে দুর্ঘটনায় আহত ৩

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: যুব কল্যাণ বেকার পরিবহনের একটি বাসের চাকা খুলে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩ জন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে শনিবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

ঢাকা-রূপগঞ্জ রোডে চলাচলকরা যুব কল্যাণ বেকার পরিবহনের চাকা খুলে একটি লেগুনায় গিয়ে ধাক্কা লাগে। লিগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একটি ব্যাটারী চালিত অটোরিকশার উপর পরে। এতে অটোরিকশার অবস্থান নেওয়া ৩-৪ জন যাত্রী গুরুত্বতর আহত হয় বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিমরাইল ট্রাফিক পুলিশের সদস্যরা।

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে শিমরাইল ট্রাফিক পুলিশের টিআই শরিফুদ্দিন বলেন, আমরা বাস, লেগুনা ও অটোরিকশা জব্দ করেছি। তাদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আহতদের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x