23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আরিফ (২৭)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার (৪ জানুয়ারি) সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফ আষাঢ়িয়ারচর এলাকার মোঃ স্বপনের ছেলে।

র‌্যাব-১১ এর সহকারি পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আরিফ (২৭) মুন্সিগঞ্জের গজারিয়া থানায় ২০১৭ সালে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। পরবর্তীতে সে আরিফ জামিনে বের হয়ে দীর্ঘদিন যাবত পলাতক থাকে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসমীকে ৫ (পাঁচ) বছরের সাজা প্রদান করে। আসামীকে সোনারগাঁ থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x