দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: অসুস্থ যুবদল নেতা তৈয়ম হোসেনকে দেখতে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান।
শুক্রবার (২০ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে যুবদলের নেতাকর্মীদের নিয়ে অসুস্থ তৈয়মের খোজ খবর নিতে যান সাগর প্রধান।
এসময়ে তিনি তৈয়মের শারিরীক অবস্থার পাশাপাশি চিকিৎসার বিষয় ডাক্তারদের সাথে পরামর্শ করেন। যুবদল নেতা তৈয়মের বর্তমান শারিরীক অবস্থা উন্নতির দিকে বলে জানান চিকিৎসকরা।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম নেতা মনজুর আলম মুসা, মাহবুব হোসেন, দুলাল হোসেন,হোসেন মুন্সী, মোঃ মাসুদ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের অন্যতম নেতা এ কে হীরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।