দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দর থানার নাশকতার মামলায় সদ্য কারামুক্ত নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে।
বুধবার (১৯ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় বন্দর কবিলার মোড় এলাকায় আতাউর রহমান মুকুল এর বাড়িতে গিয়ে সদ্য কারামুক্ত নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময়ে সদ্য কারামুক্ত নেতারা বলেন, আমরা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল সাহেবের নেতৃত্বে দেশের গণতন্ত্র উদ্ধার আন্দোলনে অংশগ্রহন করার অপরাধে। অবৈধ সরকারের পাতানো মামলায় কারাবন্দি হয়ে ছিলাম।
এসময়ে আমাদের নেতা আতাউর রহমান মুকুল সাহেবের সার্বিক সহযোগীতায় আমাদের পরিবার পরিজন চলেছে। শুধু তাই নয় তিনি আমাদের কারামুক্তির জন্য আইনী সহযোগীতা থেকে শুরু করে সব ধরনের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার কারনেই আমরা ফ্যাসিবাদী সরকারের মিথ্যা মামলা থেকে কারামুক্তি পেয়েছি। তিনি একজন কর্মীবান্দব নেতা।
তার অবদানের কারনেই বন্দর বিএনপি এখনো উজ্জীবিত রয়েছে। আমরা অতীতেও আতাউর রহমান মুকুল সাহেবের নেতৃত্বে রাজপথে ছিলাম এবং ভবিষ্যত্বেও থাকবো। তার নেতৃত্বেই আমরা আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থাকবো ইনশাল্লাহ।
এদিকে বন্দর থানার নাশকতার মামলায় সদ্য কারামুক্ত নেতারা হলেন, ২৩ নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ শহিদুল্লাহ, মুছাপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ তাওলাদ হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপির নেতা হামিদুল্লাহ দুলু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ সেলিম হোসেন, ১৯ নং ওয়ার্ড বিএনপির নেতা হুমায়ুন কবির, ২৬ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রাকিব হাসান, ধামগড় ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ বাবু মোল্লা ও ২৫ নং ওয়ার্ড যুবদল নেতা শিপন মাহামুদ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি মোঃ মোস্তাাকুর রহমান, যুগ্ন সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাজিব, ২৩ নং ওয়ার্ড বিএনপির শামসুদ্দিন মোল্লা, ২৬ নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ নাসিরউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।