দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে চোলাই মদ পান করে অসুস্থ্য হয়ে এক যুবক মারা গেছে।
উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে শনিবার (৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত ওই যুবকের নাম বিল্লাল হোসেন (৩৪)। সে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে বিল্লাল হোসেনের পাশের বাসায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে বন্ধুদের সঙ্গে মদ পান করে বিল্লাল। এক পর্যায়ে তিনি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু বিল্লালের স্বজনরা তাকে ঢাকায় না নিয়ে বাড়িতে চলে যান।
পরে শনিবার দুপুরে তার অবস্থার অবনতি হলে পুনরায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এর আগেই সে মারা যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা কামাল হোসেন বলেন, মদ পানের পর বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। এরআগেও তাকে নিয়ে আসা হয়েছিল। আমরা তাদেরকে বলেছিলাম ঢাকায় নিয়ে যাওয়ার জন্য।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, শুনেছি বিল্লাল হোসেন বিয়ের অনুষ্ঠানে গিয়ে চোলাই মদ পান করেছে। তরে মদের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।