দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার জল্লারপাড় শেখ রাসেল লেক দখল করে ইট বালুর ব্যবসা করে আসছে স্থানীয় কিছু ব্যক্তি। এতে করে লেকের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হলেও যেন দেখার কেউ নেই।
শেখ রাসেল লেকে আগত দর্শনার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন,শত কোটি টাকা ব্যয়ে লেক নির্মান করা হলেও লেকের পাশের রাস্তা দখল করে ইট বালুর ব্যবসা করছে স্থানীয় কয়েক ব্যক্তি। লেকে আগত কয়েকজন লোক নাম প্রকাশ না করার শর্তে বলেন,পরিবার পরিজন নিয়ে একটু শান্তি পাবার জন্য আসছি। ইট বালু ব্যবসায়ীরা তা দখল করে তাদের ব্যবসা চালিয়ে আসছে। ইট বালুর ডাষ্ট উড়ে পরিবেশ মারাত্মক ভাবে দূষিত করছে।
এলাকাবাসী জানান, উক্ত ব্যবসায়ীরা স্থানীয় নাসিক কাউন্সিলর আব্দুল করিম বাবুর নাম ব্যবহার করে ইট বালুর ব্যবসা চালিয়ে আসছে। সচেতন এলাকাবাসী বলেন,প্রায় ২শ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল লেক নির্মান করা হয়েছে মানুষের প্রশান্তির জন্য। কিন্তু সেটা হতে বঞ্চিত করছে ইট বালু ব্যবসায়ীরা। শেখ রাসেল লেক এর সৌন্দর্য্য রক্ষায় এনসিসি মেয়র এবং স্থানীয় কাউন্সিলরের সদয় হস্তক্ষেপ কামনা করছেন বিভিন্নস্থান থেকে ঘুরতে আসা সাধারন মানুষ।