দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের জন্য বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের হাতে নতুন বই। চোখে আনন্দের ঝিলিক। নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উল্লাস। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা।
রবিবার (১ জানুয়ারী) সোনারগাঁও উপজেলার সকল স্কুলে একযোগে শুর হয়েছে পাঠ্যপুস্তক উৎসব ২০২৩। সকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে সাজ সাজ রব পরিলক্ষিত হয়। বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। এ সময় নতুন বই পেয়ে উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সে উৎসবে যোগ দেন শিক্ষক ও অভিভাবকরা।
এবার সোনারগাঁওয়ে সরকারি-বেসরকারি প্রায় ৪৫টি মাধ্যমিক শিক্ষা ও মাদ্রাসায় ৩২ হাজার শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হচ্ছে। এ ছাড়া উপজেলার ১১৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২৫৩টি কিন্ডারগার্টেনে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে।