দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে অজ্ঞাত নামা চোরের দল একটি গ্যারেজে কৌশলে প্রবেশ করে দেড়লাখ টাকা মূল্যে একটি নসিমন গাড়ী চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গাড়ী মালিক সিমান্ত বাদী হয়ে শুক্রবার (২০ জানুয়ারী) দুপুরে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে গত (১৯ জানুয়ারী) রাতে যে কোন সময়ে বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর বাংলা সিমেন্টের সামনে ওই চুরি ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার মাহমুদনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে সিমান্ত জিবীকার তাগিদে দীর্ঘ দিন ধরে তার পিতার নসিমন ভাড়া দিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার সকালে নসিমন চালক সবুজ মিয়া নসিমনটি চালিয়ে ওই দিন রাত ৮টায় নসিমনটি মাহমুদনগর এলাকায় গ্যারেজ করে বাড়িতে চলে যায়। পরে ওই রাতে যে কোন সময়ে অজ্ঞাত চোরের দল কৌশলে নসিমন গাড়ীটি চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে চুরিকৃত নসিমন গাড়ীটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।
এলাকাবাসী জানিয়েছে, বন্দরে ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় মাদক ব্যবসা ও চোরের উৎপাত ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিকের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন ২০নং ওয়ার্ডের সচেতন মহল।