দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ ঘোষিত ৪৯ হাজার ৯শ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১১ এর অভিযানিক দল।
শুক্রবার (২৭ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু প্রেরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে আটক ব্যক্তিরা হলো, কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাহাড়পাড় এলাকার বাসিন্দা শাহজাহান ভূইয়া এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের আল আমিন।
প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানা যায় ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে উপজেলার মদনপুর সাকিন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৯ হাজার ৯০০ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৩ হাজার ২৯০ টাকা এবং ১টি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।’
প্রেসবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘অনেকদিন ধরে বিভিন্ন উপায়ে নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও তার আশপাশের এলাকায় তারা বিক্রয় করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’