দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জেলা মহিলা সংস্থার সভানেত্রী ও সাংসদ শামীম ওসমানের সহধর্মীনি সালমা ওসমান লিপি বলেন,মানুষের হক নষ্ট করে কোন মানুষ ঈমানদার হতে পারেনা। যারা মানুষের কল্যানে কাজ করে তারাই প্রকৃত অর্থে মানুষের পরম বন্ধু। বিপদে-আপদে মানুষের পাশে দাড়িয়ে তাদের কল্যানই হলো প্রকৃত মানুষের কাজ। নারায়ণগঞ্জ সদর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মঙ্গলবার ( ১০ জানুয়ারী ) দুপুর ১২টায় সদর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিফাত ফেরদৌসের সভাপতিত্বে কম্বল বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড.আবুল কালাম আজাদ বিশ^াস, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান হাজী এম.শওকত আলী,এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মো.আসাদুজ্জামান,ফতুল্লা ইউপি চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন,কুতুবপুর ইউপি চেয়্রাম্যান আলহাজ মনিরুল আলম সেন্টুসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, আজ ১০ জানুয়ারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ৭১’এ দেশ স্বাধীনের পর ৭২ সালের এ দিনে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। আমরা যারা বড় আছি তারা সবাই জানেন দিবসটি সর্ম্পকে। কিন্তু আজ দেশে যারা শিশু ও কিশোর বয়সীরা রয়েছে তারা জানে না।
আমাদের সকলের উচিত এ দিনটি সর্ম্পকে ওদেরকে অবগত করা। তিনি বলেন,নির্বাচন ঘনিয়ে আসছে যা আপনারা সবাই জানেন। অনেকে হয়তবা টাকা নিয়ে আসবে ভোট কেনার জন্য। এটা শুধু এখানেই না দেশের কয়েকটি জায়গায় তা হয়েছে। কিন্তু আপনার মুল্যবান ভোটটি যাকে দিবেন সে যেনো আপনাদের পাশে সর্বসময় দাড়ায় তাকেই দিবেন।
সাংসদ শামীম ওসমানকে উদ্দেশ্যে করে তিনি বলেন,আপনারা জানেন তিনি আল্লাহ খুশি করতে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের ডাকে সর্বক্ষন তিনি সাড়া দিয়ে পাশে থাকেন। আপনার সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রেখে আপনাদের সেবায় নিয়োজিত থাকেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও দোয়া করবেন যে মানুষটি পরিবারের সবাই হারিয়ে আপনাদেরকে পরিবারের সদস্য মনে করে দিন-রাত আপনাদের জন্য কাজ করছেন।
পরে প্রধান অতিথিসহ আগতরা শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন এবং ৫জন প্রতিবন্ধির মাঝে ৫টি হুইল চেয়ার বিতরন করেন।