দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক আয়োজিত নয়া পল্টন কার্যালয়ের সমানে ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্ব ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগদান করেন।
রোববার (১লা জানুয়ারী)দুপুর ১টায় ফকিরাপুল এলাকায় জড়ো হতে শুরু করে।
এর আগে জেলার বিভিন্ন থানা ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার ফেসটুন নিয়ে মেহেদী হাসানের নেতৃত্বে সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে। পরে ফকিরাপুল এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাবেশে যোগদান করে।
মিছিল পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মেহেদী হাসান বলেন, এশিয়া মহাদেশর সর্ববৃহৎ জনপ্রিয় সংগঠন, শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজ ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের অঙ্গিকার হল নব্য স্বৈরাচার নিপাত যাক।
আমরা ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ ছাত্র ছাত্রীদের নিয়ে এই নিশীরাতের ভোট চোর সরকারের পতন গঠিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। আমাদে মা দেশনেত্রী কে মুক্ত করবো এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান কে এদেশের মাটিতে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।
পরিশেষে বলতে চাই সকল রাজবন্দিদের মুক্তি দিয়ে, সম্মান থাকতে আপনারা ক্ষমতা ছেড়ে এদেশের জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যান, তা না হয় আপনারা পলাবার পথ খোঁজে পাবেন না। আপনাদের প্রতি অপকর্মের জবাব এদেশের জনগণ দেওয়ার অপেক্ষায় রেছেন।
মিছিলে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চান ও কারাবন্দী সকল নেতাকর্মীদের মুক্তি চান এবং সরকারের সমালোচনা করে বিভিন্ন শ্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত করে তোলেন।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল, সহ সাধারণ সম্পাদক রাজিব, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসন বাবু, আড়াই হাজার থানা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন, ইউসুফ, রানা, জব্বার, রফিক, নাজমুল, অনিক কালাপাহাড়িয়া ইউনিয় ছাত্রদলের সভাপতি শাহেদ, সোনারগাঁও ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,
সোনারগাঁও থানা ছাত্রদল নেতা পারভেজ, সাইফুল, নবী, মানিক, ইসরাফিল, মোশাররফ সরকার, তারেক সরকার, আরিফ সরকার, শাহাআলাম, রিদয়, আবু বক্কর, আমির, শাহপরান, জুয়েল , ফারুক, ওয়াসিম, রুপগঞ্জ থানা ছাত্রদল নেতা শাফিন আহমেদ, ইমরান, জুনায়েদ, বাবুল, মোফাজ্জল, সুমন, মাসুম সেলিম ও ফতুল্লা থানা ছাত্রদল নেতা রিপন, রাসেল, মেহেদী, শামসুল, জাহিদ, নজরুল, রুম্মন ও বিভিন্ন পৌরসভা, ইউনিয়নের অসংখ্য ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।