দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লার রাস্তায় হঠাৎ লাঠি হাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। বুধবার ১৮ জানুয়ারি দুপুর ৩টায় ফতুল্লা লঞ্চঘাটের সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ফতুল্লা লঞ্চঘাটের সামনে আসলে তার গাড়িটি যানজটের মধ্যে পড়ে। তখনই তিনি নিজের ব্যবহারকৃত গাড়ি থেকে লাঠি নিয়ে নেমে যানজটে আটকে থাকা কয়েকজন ট্রাক চালকের উপর ক্ষিপ্ত হয়ে যান এবং তাদেরকে মারতেও উদ্যত হন।
পরে যানজট থেকে নিজের গাড়িটি ছাড়িয়ে তিনি চলে যান। যানজটে আটকে থাকা ট্রাক ও বিভিন্ন পরিবহণের চালক এবং সাধারণ যাত্রীরা বলতে থাকেন এ কেমন জনপ্রতিনিধি? এনিয়ে গাড়ির চালক ও সাধারণ যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাক চালক বলেন, আমিতো উনাকে (ফাতেমা মনির) চিনিও না। পরে শুনলাম উনি নাকি এই এলাকার ভাইস চেয়ারম্যান। যানজটতো আমরা কেউ ইচ্ছা করে লাগায়নি। ওই মহিলা (ফাতেমা মনির) এসে লাঠি হাতে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিলো। গালিগালাজ করার কারণ জানতে চাইলে তিনি উল্টো আমাকে সহ আরো কয়েকজন ড্রাইভারকে মারতে উদ্যত হন।
মিশুক চালক আব্দুর রহমান বলেন, আজকে সকাল থেকেই এই রোডে যানজট। শুধু আজকে নয়, দীর্ঘ কয়েকদিন ধরেই সকাল থেকে রাত ৯টা পর্যন্ত যানজট থাকে। যানজটে তার (ফাতেমা মনির) গাড়ি আটকে যাওয়ায় সে ট্রাক ড্রাইভারদের উপর ক্ষিপ্ত হয়ে যান এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ফোকাস নিউজ এজেন্সীকে বলেন, ভাই অটো-মিশুক এতটাই বেপরোয়া যে রাস্তায় চলাচল করাটা দুস্কর হয়ে পড়েছে। ওদেরকে নিয়ন্ত্রন করতেই হাতে লাঠি নিয়ে নেমেছিলাম।