25 C
Nārāyanganj
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

জমি সংক্রান্ত বিরোধের জেরে সোনারগাঁয়ে দুই ভাই হত্যার ঘটনাস্থল পরিদর্শন করলেন ডিআইজি

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁয়ের কাঁচপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (পিপিএম,বিপিএম বার)।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নিহতদের বাড়িতে যান। পরিবারের সদস্যদের সাথে দেখা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম, পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ, কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

প্রসঙ্গত, রবিবার দুপুরে সোনারগাঁয়ের কাচঁপুর পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাই মোস্তফা, মফিজুল,মারুফ গংদের হাতে নির্মমভাবে খুন হয় আপন দুই ভাই আসলাম সানি ও সফিকুল ইসলাম রনি।

তাদের আরেক ভাই রফিকুল ইসলাম এখনো চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ঘটনার দিন রাতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x