25 C
Nārāyanganj
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

বন্দরে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর মামলায় ১১ জনের জামিন, কারাগারে ৩

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর মামলায় ১১ জনের জামিন মঞ্জুর ও ৩ জনকে কারাগারে প্রেরণ করেছে বিজ্ঞআদালত।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় জেলা ও দায়রাজজ আদালতে মামলার এজাহারভুক্ত ১৪ জন আসামী আত্মসর্মপন করলে, বিজ্ঞ আদালত ১১ জনের জামিন মঞ্জুর করে বাকি ৩ জনকে কারাগারে প্রেরণ করেন।

জামিন প্রাপ্তরা হলো, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বিএনপি নেতা দিপু, কাজী আনিছ, রিয়াদ, সেলিম, শুভ, ফয়সাল আহম্মেদ রবিন, সৈকত, তন্ময়, রাসেল, জান্নাতুল ফেরদৌস রাজীব।

এছাড়াও কারাগারে প্রেরণ করা হয়, টুটুল, জিপু, আফজালকে।

এসময়ে আসামী পক্ষের আইনজীবি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. জাকির হোসেন, এ্যাড. আব্দুল বারী ভূইয়া, এ্যাড. আনিছুর রহমান মোল্লা, এ্যাড. আব্দুল হামিদ ভাষানী ভূইয়া, এ্যাড. আজিজ আল মামুন, এ্যাড. শরিফুল ইসলাম শিপলু, এ্যাড. আবুল কালাম আজাদ জাকির ও এ্যাড. সামছুন নূর বাধান সহ বিএনপি পন্থি অন্যান্য আইন জীবিবৃন্দ।

এছাড়াও বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ, আবুল কাউছার আশা, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, হান্নান সরকার, এ্যাড. বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, এ্যাড. আনিসুর রহমান মোল্লা, শহিদুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম মিঠু,

মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন, আল মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত বছরের ১৯ নভেম্বর নাসিক ২৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ অফিস ভাংচুরের অভিযোগ এনে ২৪ জনের নাম উল্লেখ আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত করে বন্দর থানায় মামলা দায়ের করে ছাত্রলীগ কর্মী সোহেল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x