25 C
Nārāyanganj
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

মেথরপট্রির মাদক ব্যবসায়ী রামচরনকে ৬ মাসের কারাদন্ড

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ শহরের মেথর পট্রির চিহ্নিত মাদক সম্রাট ও মেথরপট্রির সাবেক সরদার রামচরনকে ১৫ পিস ইয়াবা সহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে মেথরপট্রি হতে রামচরনকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা সহ রামচরনকে সোর্পদ করা হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামচরনকে ৬ মাসের কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা রামচরনকে জেলহাজতে প্রেরন করেন।

জানা যায়,রামচরন ও তার পুত্র রৌহান দীর্ঘদিন মেথরপট্রি, তার আশপাশের এলাকায় ইয়াবা সহ মাদক বিক্রি করে আসছে। রামচরন ও তার পুত্র রৌহান নিজেদের কে তিন বাহিনীর সোর্স পরিচয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে রামচরন আটক হওয়ায় মেথরপট্রি বাসী খুশি। তারা চান যারা মাদক বিক্রি করে মেথরপট্রিতে সবাইকে আইনের আওতায় এনে মাদকমুক্ত করা হোক মেথরপট্রি এলাকা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x