দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: স্মার্ট বাংলাদেশ গড়ায় প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত বিশেষ সমাবেশে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো.ইসমাঈল প্রধান রাফেলের ডাকে আগত কর্মীরা অনেকটাই বিপদে পড়েন।
নিজ এলাকা মাসদাইরসহ বিভিন্ন স্থান থেকে আগত কর্মীদেরকে জামতলাস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ভিতরে ডুকিয়ে বাহির থেকে প্রধান ফটকটি বন্ধ করে দেয়া হয়। বিকেল সাড়ে ৩টায় ইসদাইরস্থ ওসমানী পৌর ষ্টেডিয়ামে সমাবেশের প্রবেশের প্রায় পৌনে একঘন্টা পুর্বে দেখা যায় এমন চিত্র।
মিছিলের সাথে আগত নাম প্রকাশে অনিচ্ছক অনেকে বলেন,আমরা রাফেল ভাইয়ের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছি কিন্তু এখানে এনে ঈদগাহ মাঠের ভেতরে আমাদের প্রবেশ করিয়ে বাহির দিয়ে গেইটটি বন্ধ করে দেয়াটা ঠিক হয়নি। এ যেন এক সীমাহীন অমানবিকতার সামিল। কেউ কেউ বলেন,আমরা বেশীরভাগ আগতরাই কাজ করে জীবিকা নির্বাহ করি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের যে দাম তা ভাবা কল্পনাতীত।
তারপরও এক ঘন্টার কথা বলে এখানে এনে ভেতরে ঢুকিয়ে বাহির দিয়ে গেইট বন্ধ করে দিবে এটা কেমন কথা। তাহলে তার ডাকে সাড়া দিয়ে পাপ করেছি যে তিনি আমাদের এমন ক্ষতি করলেন। ক্ষোভের সাথে আগত অনেকে বলেন, তারা মনে করেন যে এক মাঘেই শীতের সমাপ্তি হয় কিন্তু না।
আজ তিনি আমাদের ঈদগাহ’র ভেতরে আটক রেখে যা করেছেন তা হয়তবা তার কাছে ভালো লেগেছে কিন্তু এটা আমাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিলো।
উল্লেখ্য যে,বিভিন্ন এলাকা থেকে মিছিলে সাথে নিয়ে আসা কর্মীদেরকে ঈদগাহ’র ভেতরে আটকিয়ে রেখে রাফেল ড্রোনের মাধ্যমে একটি ভিডিও ফুটেজ তৈরী করেন সিনিয়র নেতৃবৃন্দকে দেখানোর জন্য।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো.ইসমাঈল প্রধান রাফেলের ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭৮৭৭৫৫৫@@ )জানতে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।